মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আল মেহেদী হাসান, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবু জাফর মো. রেজা, সচিব ইমরোজ মুজিব, হিসাব রক্ষক দেওয়ান আহসানুর রাশেদ, সোনাতলা পৌরসভার কামরুল হাসান, কাহালু পৌরসভার এখলাস, সান্তাহার পৌরসভার মোজাম্মেল হক, দুপচাঁচিয়া পৌরসভার সাখাওয়াত হোসেন, বগুড়া পৌর কর্মচারী সংসদের সভাপতি এ কে এম আকিল আহমেদ, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ যাদব প্রমুখ।
বক্তারা বলেন, দেশের ৩২৪টি পৌরসভায় ৮ থেকে ৩৬ মাস পর্যন্ত বেতন ভাতা বকেয়া রয়েছে।
পাশাপাশি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা সরকারি কোষাগার থেকে দেওয়া দাবি জানান তারা। শেষে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমবিএইচ/এমজেএফ