ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
বগুড়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বগুড়ায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বগুড়া: সরকারি কোষাগার থেকে বেতনভাতা দেওয়ার দাবি জানিয়ে বগুড়ায় ১২টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে তারা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আল মেহেদী হাসান, বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবু জাফর মো. রেজা, সচিব ইমরোজ মুজিব, হিসাব রক্ষক দেওয়ান আহসানুর রাশেদ, সোনাতলা পৌরসভার কামরুল হাসান, কাহালু পৌরসভার এখলাস, সান্তাহার পৌরসভার মোজাম্মেল হক, দুপচাঁচিয়া পৌরসভার সাখাওয়াত হোসেন, বগুড়া পৌর কর্মচারী সংসদের সভাপতি এ কে এম আকিল আহমেদ, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ যাদব প্রমুখ।

বক্তারা বলেন, দেশের ৩২৪টি পৌরসভায় ৮ থেকে ৩৬ মাস পর্যন্ত বেতন ভাতা বকেয়া রয়েছে।

এ অবস্থায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। দুর্বিসহ এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করছি।

পাশাপাশি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা সরকারি কোষাগার থেকে দেওয়া দাবি জানান তারা। শেষে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।