ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নিহত চার জঙ্গির মধ্যে শীর্ষ নেতা মুসা রয়েছেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
নিহত চার জঙ্গির মধ্যে শীর্ষ নেতা মুসা রয়েছেন অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে জঙ্গিদের মরদেহ, ছবি: আবু বকর

সিলেট থেকে: আতিয়া মহলে নিহত চার জঙ্গির মধ্যে জেএমবির শীর্ষ নেতা মাঈনুল ইসলাম ওরফে মুসা রয়েছেন বলে নিশ্চিত করেছে কাউন্টার টেররিজম ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র।

সূত্র আরো জানায়, নিহত চার জঙ্গির একজনের চেহারার সঙ্গে মুসার চেহারার মিল রয়েছে। এছাড়া তার প্যারা কমান্ডোদের সঙ্গে লড়ার দক্ষতা, প্রতিরোধের কৌশল, লড়াকু মনোভাব, অভিযানের সময় ছটছটে আচরণ দেখে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ম‍ুসা।

তবে ডিএনএ টেস্টের রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না।

এদিকে আতিয়া মহলে এখন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা সুইপিং ও বোমা নিষ্ক্রীয়করণের কাজ অব্যাহত রেখেছেন। তাদের সঙ্গে রয়েছেন পুলিশ, ৠাব ও ফায়ার ব্রিগেডের কর্মীরা।

ঘটনাস্থলে উপস্থিত একটি সূত্র বাংলানিউজকে জানায়, নিহত চার জঙ্গির মধ্যে আগে দুইজনের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও দুই জনের মরতেদহ নেওয়া হয়নি। কিছুক্ষণের অপর দুই জঙ্গির মরদেহ মেডিকেলে পাঠানো হবে।

কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বিস্ফোরণের শব্দ ছিলো বোম্ব ডিসেপোজাল ইউনিটের নিষ্ক্রীয়করণ কাজের অংশ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরএম/বিএস  

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।