সূত্র আরো জানায়, নিহত চার জঙ্গির একজনের চেহারার সঙ্গে মুসার চেহারার মিল রয়েছে। এছাড়া তার প্যারা কমান্ডোদের সঙ্গে লড়ার দক্ষতা, প্রতিরোধের কৌশল, লড়াকু মনোভাব, অভিযানের সময় ছটছটে আচরণ দেখে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মুসা।
এদিকে আতিয়া মহলে এখন সেনাবাহিনীর প্যারা কমান্ডোরা সুইপিং ও বোমা নিষ্ক্রীয়করণের কাজ অব্যাহত রেখেছেন। তাদের সঙ্গে রয়েছেন পুলিশ, ৠাব ও ফায়ার ব্রিগেডের কর্মীরা।
ঘটনাস্থলে উপস্থিত একটি সূত্র বাংলানিউজকে জানায়, নিহত চার জঙ্গির মধ্যে আগে দুইজনের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও দুই জনের মরতেদহ নেওয়া হয়নি। কিছুক্ষণের অপর দুই জঙ্গির মরদেহ মেডিকেলে পাঠানো হবে।
কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বিস্ফোরণের শব্দ ছিলো বোম্ব ডিসেপোজাল ইউনিটের নিষ্ক্রীয়করণ কাজের অংশ।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
আরএম/বিএস