ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় গাঁজাসহ যুবক আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
পাথরঘাটায় গাঁজাসহ যুবক আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ৫০০ গ্রাম গাঁজাসহ নাসির খন্দকার (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কালমেঘা ইউনিয়নের পশ্চিম আমড়াতলা বাজার থেকে তাকে আটক করা হয়। নাসির চরদুয়ানি ইউনিয়নের জগানপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।

পাথরঘাটা থানার উপ পরিদশর্ক (এসআই) কামাল উদ্দীন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াতলা বাজারে অভিযান চালানো হয়। এসময় পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজাসহ নাসিরকে আটক করা হয়।

এ ঘটনায় নাসিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।