শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গৌরীপুর বাজারের গোমতী সেতুর কাছে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে ঢাকা নেওয়ার পথে আবু সাইদের মৃত্যু হয়।
হতাহতরা দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের বাসিন্দা এবং একটি হত্যা মামলার পলাতক আসামি।
গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, একটি প্রাইভেটকারযোগে মোহাম্মদ আলী (৩৪) ও আবু সাঈদ (২৪) তিতাস উপজেলার দিকে যাচ্ছিলেন। গৌরীপুর বাজারের উত্তরে গোমতী সেতুর কাছে গেলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের প্রাইভেটকারে হামলা চালায়।
এ সময় এলোপাথাড়ি কুপিয়ে তাদের মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদের গৌরীপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠান। পথে একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এএ