ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
দাউদকান্দিতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

কুমিল্লা: দাউদকান্দিতে আবু সাইদ (২৪) এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় মোহাম্মদ আলী (৩৪) নামে একজন গুরুতর আহত হন।

শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গৌরীপুর বাজারের গোমতী সেতুর কাছে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে ঢাকা নেওয়ার পথে আবু সাইদের মৃত্যু হয়।

হতাহতরা দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই গ্রামের বাসিন্দা এবং একটি হত্যা মামলার পলাতক আসামি।

গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, একটি প্রাইভেটকারযোগে মোহাম্মদ আলী (৩৪) ও আবু সাঈদ (২৪) তিতাস উপজেলার দিকে যাচ্ছিলেন। গৌরীপুর বাজারের উত্তরে গোমতী সেতুর কাছে গেলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের প্রাইভেটকারে হামলা চালায়।  

এ সময় এলোপাথাড়ি কুপিয়ে তাদের মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাদের গৌরীপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠান। পথে একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।