ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

হাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
হাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮ হাবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ/ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আধিপত্য বিস্তার কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের আটজন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১ এপ্রিল) বিকেলে হাবিপ্রবি ক্যাম্পাস চত্বরে এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে অপূর্ব, শাহ আলম, মাসুদ, মোহাম্মদ আলী ও আকাশকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হাবিপ্রবির জিয়া হলের নেতৃত্ব নিয়ে আশরাফুল ও সাদ্দামের গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে শনিবার বিশ্ববিদ্যালয়ের সামনের বাঁশেরহাট বাজার এলাকায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ নিয়ে বিকেলে ক্যাম্পাসে দু’গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। । ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।