ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর আল্টিমেটাম

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
বড়পুকুরিয়ায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর আল্টিমেটাম জীবন, পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির সভা/ছবি: বাংলানিউজ

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কমান্ডিং এরিয়ার বাইরে নতুন করে ভূমি অবনমনের ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ৮ দফা দাবিতে খনি কর্তৃপক্ষকে সাতদিনের সময় বেঁধে দিয়েছে।

শনিবার (১ এপ্রিল) বড়পুকুরিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এক সভায় ক্ষতিগ্রস্তদের নবগঠিত সংগঠন জীবন, পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির নেতারা এ আল্টিমেটাম দেন।

এতে বক্তব্য রাখেন জীবন, পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক এম, মশিউর রহমান বুলবুল, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, মামুনুর রশিদ, সদস্য সাইদুল, কিবরিয়া প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নেতা পাতরাপাড়া গ্রামের বেলাল হোসেন।

বক্তারা বলেন, কয়লা উত্তোলনের ফলে নতুন নতুন এলাকার ভূমি দেবে যাচ্ছে। কয়েকটি গ্রামের বাড়ি-ঘরে ফাটল ধরেছে। খনি কর্তৃপক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী স্থানীয় বেকারদের খনিতে চাকরি দেওয়ার কথা থাকলেও চাকরি পাচ্ছে

বাংলাদেশ সময়: ০৬০৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।