সম্প্রতি রাজধানী ও এর বাইরে জঙ্গি তৎপতার পর এ নজরদারি বাড়ানো হয়। পাশাপাশি বিস্ফোরক পাচার হয়ে আসছে কিনা তা খতিয়ে দেখতে চোরাচালানের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ বিষয়ে বাংলানিউজকে বলেন, হামলায় ব্যবহ্নত হচ্ছে দেশীয় বিস্ফোরক। বিভিন্ন অভিযান পরিচালনার সময় আমরা দেখেছি- টিনের কৌটা, চায়ের কাপ, কাঁচের বোতল, নারকেলের মালা, দাহ্য পদার্থ ইত্যাদি পাওয়া গেছে। এছাড়া চোরাচালানের মাধ্যমেও বিভিন্ন রাসায়ানিক পদার্থ ও অস্ত্র সীমান্ত হয়ে দেশে ঢুকছে।
পুলিশ কমিশনার বলেন, বিস্ফোরক দ্রব্য ব্যবহার বিক্রির সঙ্গে জড়িত ব্যবসায়ীদের প্রতি নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে যারা বিস্ফোরক সরবরাহ ও কেনাবেচায় জড়িত, তাদের প্রতি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কারণ, দেশীয় বিস্ফোরকের ব্যবহার হচ্ছে বিভিন্ন সময়। চোরাচালান ও অনৈতিক ব্যবসা বন্ধ এবং হামলায় ব্যবহৃত দ্রব্য সহজলভ্য না হলে জঙ্গি তৎপরতা কমবে। এ বিষয়ে গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ, নারায়ণগঞ্জ, কল্যাণপুর, সাভারের আশুলিয়া ও টাঙ্গাইল, গাজিপুর, দক্ষিণখান, চলতি বছরের খিলগাঁও ও আশকোনা, সিলেট ও কুমিল্লায় জঙ্গি হামলায় দেশীয় হাত গ্রেনেড ব্যবহার করা হয়েছে।
এর মধ্যে আশকোনা ও খিলগাঁওয়ের হামলা জঙ্গি তৎপরতার চলমান প্রক্রিয়া বলে মনে করেন মহানগর পুলিশ কমিশনার।
তিনি বলেন, এটি বৈশ্বিক সমস্যা ও আমাদের দেশেও রাজনৈতিক সংঘাতের কারণে দ্রুত বিস্তার লাভ করছে।
এসব বিষয়ে র্যাব মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বাংলানিউজকে বলেন, আশকোনা ও খিলগাঁওয়ে র্যাবের ওপর যে হামলা হয়েছে এর সব বিস্ফোরক দেশীয় কাঁচামাল দিয়ে তৈরি। বর্তমানে প্রায় সব হামলাতেই হাতবোমার ব্যবহার বেশি হচ্ছে। এই হাতবোমা দেশীয় কাঁচামাল ও বাজারে বিক্রি হওয়া কম মূল্যের সরঞ্জাম দিয়ে হাতে তৈরি করছেন জঙ্গিরা।
অপরাধ বিজ্ঞানী জিয়া রহমান দেশীয় হাত বোমা ও রাসায়নিক দ্রব্যের কথা উল্লেখ্য করে বলেন, এ বিষয়গুলোর নিয়ন্ত্রণ এতো সহজ নয়। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কাজ করতে হবে। জঙ্গি দমনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনীর যে দক্ষতা রয়েছে তা খুবই সামান্য। তাদের দক্ষতার যথেষ্ট অভাব রয়েছে।
তিনি গোয়েন্দাদের আরও সর্তক থাকার পরামর্শ দিয়ে বলেন, রাসায়নিক দ্রব্যের সহজলভ্য বিক্রি যত্রতত্র ব্যবহার বন্ধ করতে হবে।
বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরএটি/এসএনএস