ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দেশের কোথাও জনগণের নিরাপত্তা নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
দেশের কোথাও জনগণের নিরাপত্তা নেই গণস্বাস্থ্যের মহাপরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরী

ঢাকা: দেশের কোথাও জনগণের নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের মহাপরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরী। 

রোববার (০২ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পানগুছি নদীতে সেতুর দাবিতে নাগরিক অায়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।  

মানববন্ধনের আয়োজন করে মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদ।

 

ড. জাফরুল্লাহ বলেন, দেশে জনগণের নিরাপত্তা নেই। সীমান্তে যাবেন, সড়কে হাঁটবেন; নদীতে, রাস্তায় কোথাও নিরাপত্তা নেই।

তিনি আরো বলেন, আজকে রাস্তায় শত শত মানুষ মারা যাচ্ছে, রাজনৈতিক কারণেও এতো মানুষ মারা যায় না। আর এসব হত্যাকাণ্ডের বিচার হয় না।  

তিনি বলেন, দেশে জঙ্গি মারা যায়, কিন্তু ধরা পড়ে না। এটা কার ব্যর্থতা?

মানববন্ধনের অন্যরা বলেন, গত ২৮ মার্চ মোড়লগঞ্জ খেয়াঘাটে ট্রলার ডুবে নির্মমভাবে ১৭ জনের মৃত্যু হয়, নিখোঁজ হয় অনেকে। দীর্ঘদিন ধরে পানগুছি নদীতে ব্রিজ নির্মাণের দাবি করা হচ্ছে। কিন্তু স্থানীয় প্রতিনিধি বারবার প্রতিশ্রুতি দিলেও সেতু করার বিষয়টি উপেক্ষিত থেকেছে।  

ট্রলার ডুবিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি জানান বক্তারা।  

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক ড. মাহমুদুর রহমান মান্না,  মোড়েলগঞ্জ-শরণখোলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সম্বনয়কারী ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।