ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় নবজাতক চুরির ঘটনায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
বগুড়ায় নবজাতক চুরির ঘটনায় জিডি বগুড়ায় নবজাতক চুরির ঘটনায় থানায় জিডি- ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে নবজাতক (চারদিন বয়সী ছেলে) চুরির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চুরি যাওয়া শিশুর বাবা মো. রুবেল বগুড়া সদর থানায় এ জিডি করেন।

রোববার (০২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে জিডির বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

তবে এখনো নবজাতককে উদ্ধার ও কাউকে আটক করা যায়নি। ঘটনার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে।  

অভিযান অব্যাহত রয়েছে বলেও যোগ করেন ওসি আসলাম আলী।

বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি গ্রামের মো. রুবেলের স্ত্রী হোসনে আরা (২৫) গত ২৮ মার্চ (মঙ্গলবার) দুপুরে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ৩৫ নম্বর বেডে ভর্তি হন। ২৯ মার্চ (বুধবার) সকাল সাড়ে দশটার দিকে সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

১ এপ্রিল (শনিবার) সকাল সাড়ে দশটার দিকে অচেনা এক নারী বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে ওই নবজাতককে তার নানীর কাছ থেকে কৌশলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বগুড়ায় ব্যাপক তোলপাড়া শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমবিএইচ/জিপি/জেডএস

** বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে নবজাতক চুরি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।