ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
সাভারে মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু কয়েল কারখানায় মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু-ছবি-বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারে কয়েল কারখানার মেশিনে কাটা পড়ে রায়হান হোসেন  (১৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার (২ এপ্রিল) সকালে সাভারের রাজফুলবাড়িয়ায় কাজী এন্টারপ্রাইজ লিমিটেড নামে কয়েল তৈরি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

রায়হান গাইবান্ধার সদর থানার বলমজার গ্রামের রফিকুল হোসেনের ছেলে।

বাবা-মাসহ সে রাজফুলবাড়িয়ায় বসবাস করতো।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম কামরুজ্জামান জানান, কারখানায় রায়হান কাজ করার সময় অসাবধানতাবশত মেশিনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরআর/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।