রোববার (২ এপ্রিল) ঢাকায় পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
‘আন্তঃদেশীয় অপরাধের ওপর প্রশিক্ষণ: প্রেক্ষিত সার্ক’ শীর্ষক এ প্রশিক্ষণে সার্কের সদস্য বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, ভারত এবং শ্রীলঙ্কার পুলিশ সুপার সমমর্যাদার ১৮ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণ উদ্বোধনকালে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এখানে প্রশিক্ষণের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় হবে, ফলে সংশ্লিষ্ট দেশগুলোর অপরাধ প্রতিরোধের সক্ষমতা বাড়বে বলে আমি আশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, কোনো দেশই সন্ত্রাসী বা জঙ্গিমুক্ত নয়। আমরা সবাই মিলে কাজ করলে এবং অভিজ্ঞতা বিনিময় করলে এই বৈশ্বিক সমস্যা দূর করা সম্ভব।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের অধ্যক্ষ সাদিকুর রহমান।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসটি/এইচএ/