ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধে ঢাকায় প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধে ঢাকায় প্রশিক্ষণ আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধে ঢাকায় প্রশিক্ষণ। ছবি: কাশেম হারুন

ঢাকা: আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধে আঞ্চলিক ও দ্বি-পাক্ষিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার (২ এপ্রিল) ঢাকায় পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
 
‘আন্তঃদেশীয় অপরাধের ওপর প্রশিক্ষণ: প্রেক্ষিত সার্ক’ শীর্ষক এ প্রশিক্ষণে সার্কের সদস্য বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, ভারত এবং শ্রীলঙ্কার পুলিশ সুপার সমমর্যাদার ১৮ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

এর মধ্যে বাংলাদেশের ১০ জন এবং বাকি চার দেশের দু’জন করে কর্মকর্তা রয়েছেন।
 
প্রশিক্ষণ উদ্বোধনকালে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এখানে প্রশিক্ষণের পাশাপাশি  অভিজ্ঞতা বিনিময়  হবে, ফলে সংশ্লিষ্ট দেশগুলোর অপরাধ প্রতিরোধের সক্ষমতা বাড়বে বলে আমি আশা করি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, কোনো দেশই সন্ত্রাসী বা জঙ্গিমুক্ত নয়। আমরা সবাই মিলে কাজ করলে এবং অভিজ্ঞতা বিনিময় করলে এই বৈশ্বিক সমস্যা দূর করা সম্ভব।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের অধ্যক্ষ সাদিকুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।