ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মেঘনায় আরও ৫ মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
মেঘনায় আরও ৫ মরদেহ উদ্ধার মেঘনায় ট্রলার ডুবিতে আরও ৫ মরদেহ উদ্ধার/ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত চারদিনে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হলো।

রোববার (২ এপ্রিল) দুপুরে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিরি ওই পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেন।

সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডুবুরিরা রোববার দুপুরে নদীতে মরদেহ পাঁচটি ভাসতে দেখে উদ্ধার করেন। নিহতরা হলেন- বাবুল হোসেন (৪৫), কামাল হাওলাদার (২২), ইসমাইল হোসেন (২৩), ফারুক মিয়া (৪০) ও দেবদাস (৩০)। তাদের সবার বাসা রাজধানী রামপুরা এলাকায় বলেও জানান এসআই মাকসুদ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর রামপুরা থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলারে করে মতলবের বেলতলি সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিলেন ৩০/৪০ জন যাত্রী।

বিকেল ৪টার দিকে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে মেঘনার ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। সেদিন ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুক্রবার ৬ জন ও শনিবার একজনের লাশ উদ্ধার করেন ডুবুরিরা।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।