রোববার (২ এপ্রিল) দুপুরে ফায়ার সার্ভিস ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ডুবুরিরি ওই পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেন।
সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর রামপুরা থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলারে করে মতলবের বেলতলি সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিলেন ৩০/৪০ জন যাত্রী।
বিকেল ৪টার দিকে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে মেঘনার ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। সেদিন ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুক্রবার ৬ জন ও শনিবার একজনের লাশ উদ্ধার করেন ডুবুরিরা।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমজেএফ