ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নাসিরপুরের জঙ্গি আস্তানা এখনো পুলিশ হেফাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
নাসিরপুরের জঙ্গি আস্তানা এখনো পুলিশ হেফাজতে নাসিরপুরের জঙ্গি আস্তানা পাহারায় পুলিশ

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুরের জঙ্গি আস্তানা এস এম এন বাগানবাড়ি এখনো পুলিশের হেফাজতে রয়েছে। বাড়ির মূল ফটকে ১০-১২ জন পুলিশ সদস্যকে পাহারারত দেখা গেছে।

রোববার (০২ এপ্রিল) দুপুরে বাগানবাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। ওখানে থাকা দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর সৈয়দ নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, বাড়িটি এখনো মালিকের কাছে হস্তান্তর করা হয়নি।

এদিকে উৎসুক জনতা ওই বাগানবাড়িটি দেখার জন্য দল বেধে আসছেন শনিবার বিকেলে এমনই চিত্র দেখা গেছে নাসিরপুরে গিয়ে।

বুধবার (২৯ মার্চ) ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে  নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানাটি শনাক্ত করা হয়। প্রায় ৩৪ ঘণ্টা ঘিরে রাখার পর এই আস্তানা থেকে ‘ছিন্নভিন্ন সাত/আটজনের মরদেহের অংশ’ পাওয়া যায় বলে জানায় পুলিশ।

ঘটনাটি সব অনলাইন, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হতে থাকে। সেই সুবাদে বাগানবাড়িটি দেখার জন্য মানুষের মনে কৌতুহল জাগে। আর তাই অপারেশন হিট ব্যাকের পর নাসিরপুরের ওই জঙ্গি আস্তানা দেখতে আসে আশপাশের এলাকার মানুষ। নাসিরপুরের বাগানবাড়ির সেলফি তোলায় ব্যস্ত

পার্শ্ববর্তী শেরপুর থেকে আসা কলেজছাত্র আলী হোসেন বলে, যখন থেকে জঙ্গি আস্তানা নিয়ে সংবাদ দেখেছি তখন থেকেই ইচ্ছে ছিলো বাড়িটি সরাসরি দেখবো, তাই চলে এসেছি।

সরকারবাজার থেকে বাইসাইকেল চালিয়ে আসা বিমল দেবনাথ বলেন, এই এলাকায় এতো সুন্দর বাড়ি আছে জানতাম না। যদিও বাড়িটি দেখতে একটু ভয় লাগছে তবুও সেলফি তুললাম।

পাশের বাড়ির সবুজ আহমেদও এসেছিলেন ওখানে। তিনি বলেন, বাগানবাড়িতে অভিযান শুরুর পর আমার দায়িত্ব ছিলো এখানে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর লোকদের চা-নাস্তা দেওয়া। সেই সুবাদে এই বাড়িতে এখনো আমাকে বারবার আসতে হচ্ছে।

জনমানব শুন্য বাগানবাড়ি দেখতে আসা লোকজন একে অপরের সঙ্গে সতর্কতা আর সচেতনতা নিয়ে কথা বলছিলেন, আবার কাউকে কাউকে বাড়ির ছবি মোবাইলে ধারন আর সেলফি তোলায় ব্যস্ত থাকতেও দেখা যায়।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।