জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত হবে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে পাঠদান বন্ধ থাকায় অভিভাবকরা রয়েছেন দুঃচিন্তায়।
ক্লাস বন্ধ থাকায় রোববার (০২ এপ্রিল) লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে দেখা যায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা নেই, শিক্ষকরা রয়েছেন কর্মবিরতিতে।
শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে গত ২১ মার্চ (মঙ্গলবার) সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন। এছাড়াও মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসক ও পুলিশের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন তারা।
গত ২০ মার্চ (সোমবার) বিকেলে কলেজে পরীক্ষা চলাকালে বহিরাগত জুয়েল মিয়া দুখুসহ কয়েকজন যুবক ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তাকে বাধা দিলে শিক্ষক সুব্রত সাহাকে মারধরের হুমকি দিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। পরীক্ষা শেষে বিকেলে শিক্ষক সুব্রত সাহা কলেজ থেকে অটোরিকশা করে বাসায় যাওয়ার পথে বখাটে দুখুসহ তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়।
এ ঘটনায় ওই শিক্ষক চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
শিক্ষার্থীরা জানান, শিকক্ষের ওপর হামলাকারী বহিরাগতদের পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। তাদের গ্রেফতার না করা পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাবো না।
মামলার তদন্তকারী কর্মকর্তা লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, শিক্ষককে মারধর করার বিষয়টি খুবই দুঃখজনক। আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করেছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপার হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ০৩ এপ্রিল (সোমবার) থেকে ক্লাস শুরু হবে বলেও জানান তিনি।
তবে ক্লাস শুরু হওয়ার বিষয়ে কলেজের নোটিশ র্বোডে কোনো নোটিশ দেখা যায়নি।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৭
জিপি/এমজেএফ