ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি  গফরগাঁওয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি-ছবি-বাংলানিউজ  

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের মধ্য বাজারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। 

রোববার (০২ এপ্রিল) ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।  

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল হোসেন জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

দ্রুত আগুন ছড়িয়ে মধ্য বাজারের আরো অনেক দোকান পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানের মালিক বাপ্পি জানান, মনিহারী দোকান ও জুতার দোকানসহ কমপক্ষে ১০টি দোকান আগুনে পুড়ে গেছে।  

এদিকে, রোববার সকালে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ইউএনও সিদ্ধার্থ শঙ্কর কুণ্ডুসহ স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।  

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭ 
এমএএএম/আরআর/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।