রোববার (০২ এপ্রিল) ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুল হোসেন জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানের মালিক বাপ্পি জানান, মনিহারী দোকান ও জুতার দোকানসহ কমপক্ষে ১০টি দোকান আগুনে পুড়ে গেছে।
এদিকে, রোববার সকালে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ইউএনও সিদ্ধার্থ শঙ্কর কুণ্ডুসহ স্থানীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমএএএম/আরআর/জেডএস