রোববার (২ এপ্রিল) দুপুরে শহরের একটি আবাসিক হোটেল, তালুকদার ভবন মার্কেট চত্বর এবং পাঙ্গাশিয়া বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যবসায়ীরা হলেন-দৌলতখান উপজেলার চর সুফী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে রিপন (২২), কালিনাথ রায়ের বাজার এলাকায় আবু তাহেরের ছেলে আতাহার (২৮) ও বাপ্তা ইউনিয়ের সুন্দরখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে সোহাগ (৩০)।
ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের তিনটি টিম পৃথক অভিযান চালায়। এ সময় ৪১ পিস ইয়াবাসহ রিপন, ৫০ পিস ইয়াবাসহ আতাহার এবং ২১৯ পিস ইয়াবাসহ সোহাগকে আটক করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ