ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকায় বিজিবি-এমপিএফ সীমান্ত সম্মেলন শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
ঢাকায় বিজিবি-এমপিএফ সীমান্ত সম্মেলন শুরু বিজিবি-এমপিএফ সীমান্ত সম্মেলন

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক এবং মায়ানমারের মায়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) চিফ অব পুলিশ জেনারেল স্টাফ পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
 
 

রোববার (০২ এপ্রিল) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে ছয় দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়।
 
চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো শোয়ে উইনের নেতৃত্বে ছয় সদস্যের মায়ানমার প্রতিনিধি দল এবং বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক মো. আনিছুর রহমানের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করছে।


 
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা জানান, এবারের সীমান্ত সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরো বৃদ্ধির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা অধিকতর জোরদার করা।
 
বিজিবির পক্ষ থেকে মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচারের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।
 
অপরদিকে, মায়ানমার প্রতিনিধি দলের পক্ষ থেকে সীমান্ত অপরাধ, আটককৃত বাংলাদেশি নাগরিক সম্পর্কিত তথ্য বিনিময়, মাদক পাচারের বিষয়টি আলোচনা করা হবে।
 
আলোচনা শেষে যৌথ দলিল স্বাক্ষরের আগে মায়ানমার প্রতিনিধি দল বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।  

আগামী ৬ এপ্রিল সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষর শেষে মায়ানমার প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবে।
 
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।