ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বড়হাট থেকে উদ্ধার ৩ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
বড়হাট থেকে উদ্ধার ৩ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন ৩ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন-ছবি: বাংলানিউজ

মোলভীবাজার: মৌলভীবাজার পৌর শহরের বড়হাটের জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা তিন মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রোববার (২ এপ্রিল) পুলিশের সুরত হাল প্রতিবেদন পাওয়ার পর বেলা সাড়ে ১১টা থেকে শুরু করে দুপুর দেড়টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্ত শেষ করে।

এর আগে ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কমিটির সদস্যরা হলেন- সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট সুব্রত কুমার রায়, জুনিয়র কনসালট্যান্ট আবু ইমরান ও আরএমও পলাশ রায়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত বাংলানিউজকে বলেন, ছিন্ন ভিন্ন মরদেহের যেসব অংশ এসেছে তা ময়নাতদন্ত করা হয়েছে। তিনটি মরদেহের মধ্যে দু’টি মরদেহ পুরুষের এবং একটি নারীর। পুরুষ দু’জনের একজনের বয়স (৪২), অপরজনের (৩৮) ও নারীর (৩০)।

আরএমও পলাশ রায় বাংলানিউজকে জানান, মরদেহগুলোর আলামত ঠিক নাসিরপুর থেকে উদ্ধার হওয়া মরদেহগুলোর মতো। তিনজনের পেটের অংশের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে মুখমণ্ডল এখনো বিকৃত হয়নি। ডিএনএ পরীক্ষার জন্য প্রতিটি মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) ভোরে শহরের বড়হাটে আস্তানাটি শনাক্ত করার পর অপারেশন ম্যাক্সিমাস চালিয়ে শনিবার (১ এপিল) সেখান থেকে ছিন্ন ভিন্ন তিনটি মরদেহের অংশ পাওয়ার কথা জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।