ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে কৃমিনাশক ওষুধ সেবনে ২৫ শিক্ষার্থী অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
গোপালগঞ্জে কৃমিনাশক ওষুধ সেবনে ২৫ শিক্ষার্থী অসুস্থ কৃমিনাশক ওষুধ সেবনে অসুস্থ শিক্ষার্থীরা

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক ওষুধ খেয়ে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কৃমিনাশক ওষুধ সেবনের আধাঘণ্টা পর শিক্ষার্থীদের মাথা ঘোরা, পেট ব্যথা, বমিভাবসহ নানা উপসর্গ দেখা দেয়।

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ৫-১৬ বছর বয়সী সব শিশু-কিশোরদের কৃমিনাশক ওষুধ খাওয়ানোর কর্মসূচির দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী শফিকুর আলমের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বিদ্যালয়ে ১৭৪ শিক্ষার্থীকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়। তার মধ্যে ২৫ শিক্ষার্থী অসুস্থতা বোধ করলে সঙ্গে সঙ্গে সেখানে মেডিকেল টিম পাঠানো হয়।

এদের মধ্যে ১৩ জনকে সদর হাসপাতালে নিয়ে এসে চিকৎসা দেওয়া হয়েছে। তারা সবাই এখন ভাল আছে। খালি পেটে কৃমির ওষুধ সেবন ও অসচেতনতার কারণে সাময়িক এ এ ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।