রোববার (০২ এপ্রিল) বাংলানিউজকে বিষয়টি নিশ্চত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি বলেন, দুপুরে ঢাকার সেগুনবাগিচা থেকে দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ তাকে গ্রেফতার করেন।
প্রণব কুমার আরও বলেন, আসামি পরস্পর যোগসাজশে লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যাবহারের মাধ্যমে ২০১২ সালের ৩ মে থেকে ২০১৪ সালের ৮ ডিসেম্বরে প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড খুলনার ওয়েস্টেজ রোল স্তূপাকারে জমা করেন। পরে তার ওজন বেশি দেখিয়ে ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার দুইশ ৭৭ টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগের ভিত্তিতে খুলনার খালিশপুর থানায় ২০১৬ সালের ৯ ডিসেম্বর একটি অর্থ আত্মসাতের মামলা করা হয়। মামলা নং-১৩।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭/আপডেট ১৬০০ঘণ্টা
এসজে/আরআইএস/আইএ