ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বিশ্ব অটিজম দিবসে র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
বান্দরবানে বিশ্ব অটিজম দিবসে র‌্যালি বিশ্ব অটিজম দিবসে র‌্যালি-ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবানে ১০ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ এপ্রিল) দুপুরে স্থানীয় উন্নয়ন সংগঠন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে পার্বত্য জেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শ্রেণিপেশার জনসাধারণ অংশ নেয়।

পরে জেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

পার্বত্য জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, সিভিল সার্জন ডা. উদয় শংকর চাকমা, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কিরণ শংকর বিশ্বাস, জেলা সমাজসেবার প্রবেশন কর্মকর্তা মিল্টন মুহুরী প্রমুখ। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।

সভায় বক্তারা অটিজমদের করুণা না করে তাদের ও সমাজের উন্নয়নে বিভিন্নভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।