রোববার (০২ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা ছাত্রদল এ বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি লক্ষ্মীপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের গেঞ্জিহাটা গিয়ে শেষ হয়।
কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহম্মেদ, হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মামুন, দফতর সম্পাদক আবদুর রহিম রাজন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, পৌর ছাত্রদলের সভাপতি মোছাদ্দেক হোসেন বাবর ও লক্ষ্মীপুর সরকারি কলেজের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু প্রমুখ।
গত ২৯ মার্চ কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে পুলিশ পরিচয় দিয়ে নগরীর কাতালগঞ্জ এলাকার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার প্রায় ১৩ ঘণ্টা পর বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে কর্ণফুলী নদীর তীর থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরআর/এসএনএস