রোববার (০২ এপ্রিল) সকালে খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পৌরসভার মেয়র রফিকুল আলম সমর্থিত ঠিকাদাররা।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন ঠিকাদার আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৬-২০১৭ অর্থ বছরে ৭টি বিজ্ঞপ্তির মাধ্যমে ১০১টি কাজ টেন্ডার প্রক্রিয়ায় এলেও বাকি ৮৭টি কাজ জেলা পরিষদ গোপনে নিজেদের মধ্যে বণ্টন করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ই-জিপি প্রক্রিয়ার মাধ্যমে টেন্ডার আহ্বানের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।
সংবাদ সম্মেলন থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উন্নয়ন প্রক্রিয়া সরকার প্রণীত নিয়ম নীতি অনুযায়ী বাস্তবায়নের জন্য তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমজেএফ