ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কামারখন্দে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
কামারখন্দে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ১০৮ পিস ইয়াবাসহ আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ এপ্রিল) ভোরে উপজেলার কর্ণসূতি এলাকা থেকে তাকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস একই উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের জটিবাড়ী গ্রামের মৃত ঈমান আলী শেখের ছেলে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণসূতি এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আব্দুল কুদ্দুস চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে ধর্ষণ ও মাদকের একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।