রোববার (২ এপ্রিল) ভোরে উপজেলার কর্ণসূতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল কুদ্দুস একই উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের জটিবাড়ী গ্রামের মৃত ঈমান আলী শেখের ছেলে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণসূতি এলাকায় অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আব্দুল কুদ্দুস চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে ধর্ষণ ও মাদকের একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ