ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘রাজনীতি ও গণতন্ত্র আজ মৃত’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
‘রাজনীতি ও গণতন্ত্র আজ মৃত’ শামসুজ্জামান দুদু-ছবি-আনোয়ার হোসেন রানা

ঢাকা: দেশের রাজনীতি ও গণতন্ত্র আজ মৃত বলে মন্তব্য করে এ সমস্যার সমাধানে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (০২ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ বন্ধের দাবিতে মানববন্ধনে এ আহ্বান জানান তিনি।

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার স্বার্থে প্রধানমন্ত্রীকে আলোচনার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের রাজনীতি ও গণতন্ত্র আজ মৃত।

সময় থাকতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসুন এবং চলমান গণতন্ত্রের সংকটের সমাধান করুন। তাহলে দেশে মৃত গণতন্ত্র পুনরুদ্ধার হবে’।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারতে কি চুক্তি করতে যাচ্ছেন, সেটি জানার অধিকার দেশের প্রতিটি মানুষের রয়েছে। তার উচিৎ ছিল ভারত সফরের আগে দেশের বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া।  

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪১  ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমসি/আরআর/এএসআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।