ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সেতু নির্মাণের দাবিতে ঢাবিতে মানবন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
বাগেরহাটে সেতু নির্মাণের দাবিতে ঢাবিতে মানবন্ধন বাগেরহাটে সেতু নির্মাণের দাবিতে টিএসসিতে মানবন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়: বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পানগুছি নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাগেরহাট জেলা থেকে ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থীরা।

রোববার (০২ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

গত ২৮ মার্চ পানগুছি নদীতে ট্রলার ডুবিতে নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোতাহার হোসেন প্রিন্স, সমাজ বিজ্ঞানের শিক্ষার্থী ওয়াদুদ নয়ন সওদাগর, আইইআর এর শিক্ষার্থী আসিফ তালুকদার, শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আল মাসুদ সজীব অনুষ্ঠান সঞ্চলনা করেন।

মোতাহার হোসেন প্রিন্স বলেন, বর্তমান সরকারের সময়ে উন্নয়নের অনেক অগ্রগতি হয়েছে। এই সময়ে এই ধরনের দুর্ঘটনা দুঃখজনক। একটি সেতু নির্মাণ হলে নিরপরাধ মানুষের মৃত্যু থেকে রক্ষা সম্ভব। তিনি সবাইকে সেতু নির্মাণের যৌক্তিকতা তুলে ধরার আহ্বান জানান।

ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, একটি সেতু নির্মাণের মাধ্যমে অকাল মৃত্যুবরণ থেকে রক্ষা সম্ভব। আমরা সরকারের নিকট সেতু নির্মাণের দাবি জানাই।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসকেবি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।