কৃমিনাশক ওষুধ খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ-ছবি: বাংলানিউজ
চুয়াডাঙ্গা: কৃমিনাশক ওষুধ খেয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭০ জনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (২ এপ্রিল) সকালে কৃমিনাশক ওষুধ খাওয়ার পরপরই শিক্ষার্থীরা একে একে অসুস্থ হয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, সকালে উপজেলার কার্পাসডাঙ্গা মহিলা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়।
এর কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। একইভাবে উপজেলার পীরপুরকুল্লা মাধ্যমিক বিদ্যালয়, চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়বলদিয়া হাফিজিয়া মাদ্রাসায় প্রায় শতাধিক শিক্ষার্থী কৃমিনাশক ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ শিক্ষার্থী ফারাজানা বাংলানিউজকে বলেন, কৃমিনাশক ওষুধ খাওয়ার পরপরই প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। এরপর জ্ঞান হারিয়ে ফেলি।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল বাংলানিউজকে জানান, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রচণ্ড গরমের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।