রোববার (২ এপ্রিল) দুপুরে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কান্তি চক্রবর্তী এ আদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্ত সুজন নাগপুর উপজেলার কলিয়া গ্রামের বাছেদ মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ ইলাহী বাংলানিউজকে জানান, নাগরপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. ফরিদ হোসেনের পরীক্ষা দিতে যায় একই উপজেলার সুজন নামে এক যুবক। পরে নিশ্চিত হয়ে পরীক্ষারত অবস্থায় তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরবি/