ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নাগরপুরে ভুয়া এইচএসসি পরীক্ষার্থীর ১ বছরের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
নাগরপুরে ভুয়া এইচএসসি পরীক্ষার্থীর ১ বছরের কারাদণ্ড

টাঙ্গাইল: এইচএসসি পরীক্ষার প্রথমদিনে টাঙ্গাইলের নাগরপুরে প্রক্সি দিতে গিয়ে ফরিদ হোসেন ওরফে সুজন নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৫শ' টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২ এপ্রিল) দুপুরে নাগরপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলক কান্তি চক্রবর্তী এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্ত সুজন নাগপুর উপজেলার কলিয়া গ্রামের বাছেদ মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ ইলাহী বাংলানিউজকে জানান, নাগরপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. ফরিদ হোসেনের পরীক্ষা দিতে যায় একই উপজেলার সুজন নামে এক যুবক। পরে নিশ্চিত হয়ে পরীক্ষারত অবস্থায় তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।