ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে আগুনে পুড়ে নারী কনস্টেবল আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
গৌরীপুরে আগুনে পুড়ে নারী কনস্টেবল আহত

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর থানার নারী পুলিশ কনস্টেবল হালিমা খাতুন (২৫) আগুনে পুড়ে মারাত্মক আহত হয়েছেন।

রোববার (০২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, থানার ভেতরেই থাকেন ওই নারী কনস্টেবল।

হঠাৎ তার শরীরে আগুন লাগলে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।