ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধাবপুর উপজেলার ছাতিয়াইনে দু’পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আবু সামার ছেলে গাজী মিয়ার সঙ্গে একই গ্রামের সাবেক মেম্বার মিনহাজ মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।

এর জের ধরে রোববার বেলা ১১টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিশু ও নারীসহ অন্তত ২০ জন আহত হয়।

গুরুতর আহত অবস্থায় নিজাম উদ্দিন, সুপিয়া আক্তার, আমেনা আক্তার, রেনু মিয়া, মুরাদ মিয়া, মনু মিয়া, মালু মিয়া, ফারুক মিয়া, নাহিদা আক্তার, যুবায়ের মিয়া, সাহেদ মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতাদির

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।