রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলার আমলা-পোড়াদহ সড়কের গোবিন্দপুর গ্রামের মহন মণ্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুজানুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের কামারডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলে করে আমলা থেকে পোড়াদহের দিকে যাচ্ছিলেন তুজানুর। পথে গোবিন্দপুর গ্রামের মহন মণ্ডলের বাড়ির সামনে এলে একটি ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরবি/