ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় ৯ জেলের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
ভোলায় ৯ জেলের কারাদণ্ড ৯ জেলের কারাদণ্ড-ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলায় মেঘনা নদীতে ইলিশ ধরার দায়ে নয় জেলেকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাইহিদুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- শরীফ (১৯), মনির (২৫), জামাল (৩৬), আব্দুর রব (২০), ইউসুফ (৩৫), ইউনুস (৩০), মালেক (৫৩), বিল্লাল (৩৫) ও সবুজ (২৬)।

এদের বাড়ি ধনিয়া ও ইলিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

ভোলা সদর মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত একটি দল মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় ইলিশি ও কাঠির মাথা নামক পয়েন্ট থেকে ইলিশ ধরার দায়ে ওই নয় জেলেকে আটক করা হয়।

পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।

মার্চ-এপ্রিল দুই মাস ইলিশের অভায়াশ্রম হিসেবে ঘোষণা করায় ভোলার মেঘনা ও তেতুলিয়া পয়েন্ট ইলিশ ধরা নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।