ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে খালার বাড়িতে বেড়াতে এসে ইছামতি নদীতে ডুবে নিখোঁজ সায়মা নুসরাত মুনিয়ার (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদিখান চিত্রাকোট ইউনিয়নের কমলপুর গ্রামের ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সায়মা নুসরাত মুনিয়া ঢাকার মিরপুর আদর্শ বিদ্যা নিকেতন থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

সে রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকার আরিফ মল্লিকের মেয়ে।

সিরাজদিখান থানার উপ পরিদর্শক (এসআই) মো. সোহেল বাংলানিউজকে জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খালু আফসার উদ্দিনের সঙ্গে ইছামতি নদীতে গোসল করতে নামে মুনিয়াসহ আরো দুই খালাতো বোন। এ সময় তারা গভীর পানিতে তলিয়ে যায়। পরে খালাতো দুই বোনকে জীবিত উদ্ধার করা গেলেও মুনিয়া পানিতে তলিয়ে যায়। অনেক সন্ধ‍ান করার পরও তাকে পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার অভিযান চালিয়ে রোববার সকালে মুনিয়ার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।