রোববার (২ এপ্রিল) দুপুরে জেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য মো. মুছা মাতব্বর, অংসুইপ্রু চৌধুরী, সাধনমনি চাকমা, ত্রিদীপ কান্তি দাশ, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, মনোয়ারা জাহান আক্তার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা প্রমুখ।
সভায় জানানো হয়, বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাঙ্গামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হবে। পরে ওই প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরবি/