মাওয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল্লা বাহার বাংলানিউজকে জানান, সকালে লৌহজংয়ের মাওয়া চৌরাস্তা এলাকা থেকে জাটকাগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০ মণ জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা জাটকা ফেলে পালিয়ে যান। পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ