ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে ৪০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
লৌহজংয়ে ৪০ মণ জাটকা জব্দ লৌহজংয়ে ৪০ মণ জাটকা জব্দ

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা এলাকা থেকে  ৪০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (২ এপ্রিল) সকালে জাটকাগুলো জব্দ করা হয়।

মাওয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল্লা বাহার বাংলানিউজকে জানান, সকালে লৌহজংয়ের মাওয়া চৌরাস্তা এলাকা থেকে জাটকাগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০ মণ জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা জাটকা ফেলে পালিয়ে যান। পরে জব্দকৃত জাটকাগ‍ুলো বিভিন্ন এতিমখানা ও গরিবদের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০২ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।