ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দেশব্যাপী বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
দেশব্যাপী বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত বিশ্ব অটিজম সচেতনতা দিবসে র‌্যালি। ছবি: বাংলানিউজ

ঢাকা: নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র‌্যালি, শোভাযাত্রা বের করা হয়। কোথাও কোথাও দিবসটির তাৎপর্য তুলে ধরে আয়োজন করা হয় আলোচনা সভার।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বাংলানিউজের স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর।  

বগুড়া: বগুড়ায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
 
রোববার (০২ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
 
শোভাযাত্রাটি শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।

বরিশাল: ‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’- শ্লোগানে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

এর আগে র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।

সমাজসেবা অধিদফতর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাজসেবা কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোশারফ হোসেন সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আলোচনা সভা।  ছবি: বাংলানিউজঝালকাঠি: ঝালকাঠিতে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে।
 
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুহুল আমিন শেখের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী।

সভা শেষে অটিজম শিশুদের নিয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা: ১০ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনা সভা ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভা শেষে জেলার ৩২ জন প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক।

দিনাজপুর: দিনাজপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১২টায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে জেলা প্রশাসক মীর খায়রুল আলমের নেতৃত্বে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা সিভিল সার্জনের আয়োজনে দিনাজপুর জেনারেল হাসপাতাল  অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে অটিস্টিক শিশুদের উপর নির্মিত সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়।

জয়পুরহাট: জয়পুরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের চত্বরে গিয়ে শেষ হয়। পরে ৪শ’ প্রতিবন্ধীকে খাবার ও পুরস্কার বিতরণ করা হয়।

মেহেরপুর: মেহেরপুরেও পালিত হয়েছে ১০ম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) রশিদুল মান্নফ কবীরের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

এছাড়া ঠাকুরগাঁও, লক্ষ্মীপুর, সৈয়দপুরসহ বিভিন্ন এলাকায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসটি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি) বিভিন্ন বিশ্ববিদ্যালয়। রাবি’র মনোবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে ‘স্বকীয়তা ও আত্মপ্রত্যয়ের পথে’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।  

সেমিনারে অটিজম রোগের কারণ ও রোগমুক্তির উপায় বিষয়ে দু’টি প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের অধ্যাপক ড. আনওয়ারুল হাসান সুফি ও সহকারী অধ্যাপক তানজির আহম্মদ তুষার।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।