সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাজবাড়ি গ্রামের জনৈক ফুলমিয়ার বাড়ি থেকে পুলিশ ওই নবজাতকে উদ্ধার করে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
রোববার (০২ এপ্রিল) বিকেল ৪টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী হাসপাতালে থাকা মা হোসনে আরার কাছে তার নবজাতককে তুলে দেন।
এসময় পুলিশ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন নবজাতকের বাবা মো. রুবেলসহ হোসেন আরার স্বজনরা।
সন্তানকে পেয়েই বুকে জড়িয়ে নেন মা। চুমোয় চুমোয় ভরিয়ে দেন নবজাতকের মুখমণ্ডল। এসময় মায়ের দু’চোখ গড়িয়ে পড়ে আনন্দ অশ্রু। বাবার চোখেও ছিলো পানির উপস্থিতি। উপস্থিত স্বজন ও অন্যদের অবস্থাও ছিল প্রায় একইরকম।
বিকেলে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আসলাম আলী বাংলানিউজকে বলেন, সেদিনের অচেনা ওই নারীর নাম রত্মা। সদর উপজেলার বারোপুর গ্রামের বাসিন্দা।
শনিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রত্মা কৌশলে ওই নবজাতককে চুরি করে। পরে ওই নারী নবজাতককে কাজীপুরের মাঝবাড়ি গ্রামের নিঃসন্তান ফুলমিয়া দম্পতির কাছে বিক্রি করে।
নবজাতকের জণ্ডিস হওয়ায় তাকে স্থানীয় ঢেকুরিয়া এলাকায় জনৈক কবিরাজের কাছে নিয়ে যায় চিকিৎসা করাতে। এ কাজে ফুলমিয়ার স্বজন কসমেটিকস ব্যবসায়ী বকুল সহযোগিতা করেন।
বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে ফুলমিয়ার বাড়িতে রোববার (০২ এপ্রিল) বেলা ৩টার দিকে অভিযান চালানো হয়। পুলিশি উপস্থিতি টের পেয়ে নবজাতককে বাড়ির বারান্দায় ফেলে রেখে ফুলমিয়া পরিবার নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে কসমেটিকস ব্যবসায়ী বকুলও সটকে পড়ে। পরে সেখান থেকে অক্ষত অবস্থায় চুরি যাওয়া সেই নবজাতককে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হবে বলেও যোগ করেন ওসি (তদন্ত) আসলাম আলী।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, মা ও নবজাতক সুস্থ রয়েছে। তবে নবজাতকের ওপর দিয়ে বেশ ধকল গেছে। এ কারণে নবজাতকের দিকে চিকিৎসকদের বিশেষ নজর রয়েছে।
এর আগে বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি গ্রামের মো. রুবেলের স্ত্রী হোসনে আরা (২৫) গত ২৮ মার্চ (মঙ্গলবার) দুপুরে হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের ৩৫ নম্বর বেডে ভর্তি হন। ২৯ মার্চ (বুধবার) সকাল সাড়ে দশটার দিকে সিজারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
১ এপ্রিল (শনিবার) সকাল সাড়ে দশটার দিকে অচেনা এক নারী বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে ওই নবজাতককে তার নানীর কাছ থেকে কৌশলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বগুড়ায় ব্যাপক তোলপাড়া শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমবিএইচ/জেডএস