ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

জনদুর্ভোগ নিরসনের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
জনদুর্ভোগ নিরসনের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন

বরিশাল: প্রায় এক সপ্তাহ ধরে বরিশাল নগরের সবর্ত্র ময়লা-আবর্জনার স্তূপ করে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে।

রোববার (০২ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে উম্মুক্ত স্থানে সচেতন নগরবাসীর পক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বরিশাল জেলা পরিষদের সদস্য মনোয়ারুল ইসলাম অলির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নদী খাল বাঁচাও আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন, সাংস্কৃতিক সংগঠন সমন্নয় পরিষদের সভাপতি অ্যাড. এস এম ইকবাল, এনজিও প্রতিনিধি রনজিৎ দত্ত, লিংকন বায়েন, এস এম শাহজাদা, রফিকুল আলম প্রমুখ।

সংবাদ সম্মেলনে মনোয়ারুল ইসলাম অলি বলেন, নগর থেকে ময়লা-আর্বজনা অপসারণ না হলে নগরবাসীর জনজীবন চরম বিপর্যস্ত হবে। ইতিমধ্যেই এর নানামুখী জনদুর্ভোগ শুরু হয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে নগরবাসী অচিরেই ব্যাপক স্বাস্থ্যহানির মুখে পড়বে।

স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কার পাশাপাশি নগরবাসীকে বাসা-বাড়ি, স্কুল-কলেজ, হাসপাতাল, অফিস-আদালত থেকে বেরুলেই অস্বাভাবিক ও অস্বাস্থ্যকর পরিস্থিতির সম্মখীন হতে হচ্ছে বলে জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে মেয়রসহ সকল নির্বাচিত কাউন্সিলর ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে তিন দফা দাবি জানানো হয়।

উত্থাপিত দাবিগুলে হলো- নগরের মধ্যকার ময়লা-আবর্জনায় সৃষ্ট ভয়াবহ জনদুর্ভোগের এই পরিস্থিতি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান করা, নগরবাসীর অত্যাবশ্যকীয় সেবাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিতকরণ ও পরিকল্পিত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং অবিলম্বে বরিশাল সিটি কর্পোরেশনের নাগরিক সেবার সার্বিক অবস্থা ও জনবল সম্পর্কে শে^তপত্র প্রকাশ করা।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।