ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ৭ বস্তা চাল উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
পাটগ্রামে ৭ বস্তা চাল উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির সময় সাত বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২ এপ্রিল) বিকেলে ওই উপজেলার বুড়িমারী বাজারে মামা-ভাগিনা স্টোরে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সরকারের পক্ষ থেকে হতদরিদ্রদের (কার্ডধারী) মধ্যে ১০ টাকা কেজি দরে ডিলারের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে।

সেই চাল প্রকৃত কার্ডধারীদের কাছে বিক্রি না করে কালোবাজারে বিক্রি হচ্ছিল। খবর পেয়ে বুড়িমারী এলাকার ডিলার দুলাল হোসেনের মামা-ভাগিনা স্টোরে অভিযান চালায় পাটগ্রাম থানা পুলিশ। কালোবাজারে বিক্রির সময় ওই ডিলারের গোডাউন থেকে সাত বস্তা চাল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহফুজ আলম  বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।