ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কমলনগরে অনিয়মের অভিযোগে ২ শিক্ষককে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
কমলনগরে অনিয়মের অভিযোগে ২ শিক্ষককে অব্যাহতি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা কেন্দ্র থেকে দুই শিক্ষককে (কক্ষ পর্যবেক্ষক) অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (০২ এপ্রিল) হাজিরহাট উপকূল কলেজ কেন্দ্রে (ভ্যানু কেন্দ্র হাজিরহাট মিল্লাত একাডেমি) বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকালে অনিয়মের অভিযোগে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন শিক্ষক।

তিনি বাংলানিউজকে বলেন, পরীক্ষা চলাকালে অনিয়মের অভিযোগে চর জগবন্ধু ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক আয়েশা হোসেন তামিমা ও চর জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলামকে এক বছরের জন্য পরীক্ষা হলের কক্ষ পর্যবেক্ষক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ০২, ১৭, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।