ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে বিশেষ অভিযানে নারীসহ আটক ২৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
মানিকগঞ্জে বিশেষ অভিযানে নারীসহ আটক ২৩ মানিকগঞ্জে বিশেষ অভিযানে নারীসহ আটক ২৩

মানিকগঞ্জ: মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে এক নারীসহ ২৩ জনকে আটক করেছে জেলা পুলিশ।

অভিযানের সময় আটকদের কাছ থেকে ৮শ’ ৯০ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ৪টি গরু এবং কিছু নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাওহীদের বই জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান।

রোববার (০২ এপ্রিল) বিকেলে পুলিশ সুপারের বিশেষ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার গোলাম শাহরিয়ার রানা (৩৫), ইসলাম হোসেন (২২), রুবেল মাহমুদ (২৫), খালেক বেপারি (৪২), আশিক (২২), আমিরুল (২১), মরন চন্দ্র (২৮), সিংগাইর উপজেলার আবুল কালাম আজাদ (৪২), রেহেনা বেগম (৩৮), রেজাউল ইসলাম (১৯),  তরিকুল ইসলাম তারেক (২৪), কাউছার আলী (২৪), আব্দুল আলীম (২৬), আমিনুল হক কাইয়ুম (৪১), পরিতোষ দাস (৪৩),  সাটুরিয়া উপজেলার আইয়ূব আলী (৪৮), রায়হান (২৪), শহিদুল ইসলাম (৩৫) শিবালয় উপজেলা থেকে ইসতাজ আলী শেখ (৩৪), শেখ ইসমাইল (৩৯), লিটন খান (২৫), লেবু মিয়া (৩২) ও ঘিওর উপজেলার শুভ মোল্লা (২১)।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।