ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (০২ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানা সহকারী উপ-পরিদর্শক মো. রবিউল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি হেডফোন কানে লাগিয়ে কথা বলছিলেন অথবা গান শুনছিলেন। এ সময় কমলাপুর থেকে জামালপুরগামী একটি ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নিহত ব্যক্তির পরনে লাল কালো রঙের ফুলহাতা শার্ট ও খাকি রঙের ফুলপ্যান্ট রয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল  কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এজেডএস/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।