ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কলারোয়া সীমান্তে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
কলারোয়া সীমান্তে আটক ২

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারীসহ দু’জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

বুধবার (৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তের মেইন পিলার ১৩ এবং ১৩/১ এস এর কাছ থেকে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন-সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের সোলায়মানের স্ত্রী খায়রুন্নেছা (৩৫) ও তার সহযোগী কেঁড়াগাছি গ্রামের আব্দুল খালেকের ছেলে শাহাদাত হোসেন (২২)।

 

তলুইগাছা বিজিবি ক্যাম্পের হাবিলদার বাশারাত হোসেন জানান, তার নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্তে টহল দিচ্ছিল। এসময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আশায় খায়রুন্নেছাকে আটক করা হয়। পরে তিনি স্বীকার করেন যে শাহাদাত তাকে ভারতে-বাংলাদেশে অবৈধ যাতায়াতে সহযোগিতা করেন।  এ কথার সূত্র ধরে শাহাদাতকেও আটক করা হয়।  

এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।