ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শহীদ সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
শহীদ সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলায় মুক্তিযুদ্ধকালীন ভারতীয় সৈন্য/ফাইল ফটো

নয়াদিল্লি: বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী সাত ভারতীয় শহীদের স্বজনদের হাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরকালীন এ অনুষ্ঠানে বাংলায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

বাংলাভাষায় লেখা ১৩শ শব্দের এ বক্তব্যের কপি ইংরেজি অনুবাদ করার কাজ করছে যৌথভাবে বাংলাদেশ হাইকমিশন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

৮ এপ্রিল বিকেলে দিল্লি ক্যান্টনমেন্টে মানেকশ সেন্টারে এ সম্মাননা দেওয়া হবে।



ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীর প্রতীক সম্মাননাপত্র পাঠ করবেন।

প্রথম ধাপে যারা প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা নেবেন তারা হলেন- শহীদ ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কা, মেজর অনুপ সিং, সিপাহি অংশুয়া প্রসাদ, লে. সমীর দাস, স্কোয়াড্রন লিডার এ বি সামন্ত, ল্যান্স নায়েক মোহিনী রঞ্জন চক্রবর্তী ও সুবেদার মালকাত সিংয়ের স্বজন।

বাকি ১৬শ ৬১ শহীদ পরিবারকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হবে ধাপে ধাপে।

বুধবার (৫ এপ্রিল) বিষয়টি বাংলানিউজকে জান‍ান দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
কেজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।