ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার আগমন ঘিরে নয়াদিল্লিতে সাজ সাজ রব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
শেখ হাসিনার আগমন ঘিরে নয়াদিল্লিতে সাজ সাজ রব নয়াদিল্লির রাজপথে ভারত-বাংলাদেশের পতাকা/ছবি: বাংলানিউজ

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে রাজধানী নয়াদিল্লিতে এখন সাজ সাজ রব। দু’দিন বাকি থাকলেও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত রাস্তার দু’পাশ শোভিত হয়েছে বাংলাদেশ ও ভারতের পতাকায়।

দিল্লির রাজপথে শোভা পাচ্ছে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত বিশালকায় সব ফেস্টুন, বিলবোর্ড, প্ল্যাকার্ড।

শেখ হাসিনার সম্মানে দেওয়া রাষ্ট্রপতির নৈশভোজে শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগদানের খবরে নয়াদিল্লির কূটনৈতিক পাড়া ও সংবাদমাধ্যমগুলোতে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা।



আরও পড়ুন: শহীদ সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলায়

প্রধানমন্ত্রীকে বরণে পুরোপুরি প্রস্তুত নয়াদিল্লি। সফরের দু’দিন আগেই ৫ এপ্রিল সকালে অগ্রবর্তী দলের অংশ হিসেবে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক নয়াদিল্লি পৌঁছেছেন। তিনি বিমানবন্দর থেকে সরাসরি চলে আসেন বাংলাদেশ হাইকমিশনে।

হাইকমিশনার ও কর্মকর্তারা তার সঙ্গে লাগাতার বৈঠক করেছেন। কর্মকর্তারা জানান, মোটামুটি সম্পন্ন হয়েছে সব আয়োজন। এবার শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের অপেক্ষা।

চারদিনের সফরে ৭ এপ্রিল নয়াদিল্লি পৌঁছাবেন শেখ হাসিনা। সফরে ভারতের সঙ্গে ৩৩টি সমঝোতা স্মারক সই হতে পারে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
কেজেড/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।