বুধবার (৫ এপ্রিল) দুপুরে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবীর দুই মাস করে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বড় বাশাইল গ্রামের নূর আলম মোল্লার ছেলে বাদল মোল্লা (২৩) ও বাগধা গ্রাম থেকে কালাম মোল্লার ছেলে মাদকসেবী হাবিবুল্লাহ (২৪)।
এরআগে মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বাদল মোল্লাকে বাশাইল স্কুলের ছাদে বসে গাঁজা সেবনের সময় আগৈলঝাড়া থানার এসআই দেলোয়ার আটক করেন। পাশাপাশি হাবিবুল্লাহকে মাদকসহ আটক করেন এএসআই শাহজাহান।
অপরদিকে মঙ্গলবার দিনগত রাতে বাকাল গ্রামের হাবিব গাজীর ছেলে মাদক ব্যবসায়ী জামাল গাজীকে (২৩) গাঁজাসহ আটক করেন এএসআই শাহজাহান। এ ঘটনায় রাতেই মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।
এদিকে গৌরনদী মডেল থানা পুলিশের অভিযানে মঙ্গলবার রাতে উপজেলার সুন্দরদী এলাকা থেকে গাঁজাসহ মাদকসেবী রুবেল সরদার, আলী হোসেন ঘরামীকে আটক করা হয়। পাশাপাশি উপজেলার অন্য এলাকা থেকে মাদক সেবনকারী শাহীন খান, তারেক রহমান মুন্সী, রাশেদ সিকদার, হারিছ হোসেন এবং জুয়াড়ি ইয়াছিন হাওলাদার ও আল মামুনকে আটক করা হয়।
বুধবার (৫ এপ্রিল) সকালে আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করার পর রুবেল সরদার ও আলী হোসেন ঘরামীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অন্যদের নগদ জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭/আপডেট: ২১০৫
এমএস/এএটি/এএ