বুধবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এ আদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্ত টেংগর আলী উপজেলার নতুন বাগুয়ান গ্রামের মৃত আজবর আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ড. মুহাম্মদ ফজলুল হক গার্লস কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন টেংগর আলী। ওই কলেজের ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে দুপুরে তৌফিকুরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
আরবি/