ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় পিডিবি ১১ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিফা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমাবাড়ি গ্রামের ক্লিনিকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। লতিফা বেগম ওই গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ বাংলানিউজকে বলেন, বুধবার সকালে লতিফা বেগম রাস্তার ধারে ছাগল বেঁধে বাড়ি ফিরছিলেন। এসময়  পিডিবির ১১ কেভির বৈদ্যুতিক তার ছিঁড়ে তার গায়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদ আলী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নীলফামারীর ডোমার বিদ্যুৎ বিতরণ ও বিপণন কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতের ১১ কেভি সরবরাহ লাইনের তারগুলো পুরোনো হয়ে গেছে। ফলে এসব তারের ধারণ ক্ষমতা কমে গেছে। এছাড়া সেচ মৌসুমে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের জন্য তারগুলো গরম হয়ে যায়। এ কারণে তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ০৫ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।