ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৩০ নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে-ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বৈদ্দেরপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে চরফ্যাশন থেকে বেঙ্গল পরিবহনের একটি বাস ভোলার দিকে আসছিলো। পথে বৈদ্দেরপুল এলাকায় এলে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ৩০ যাত্রী আহত হন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বাংলানিউজকে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।