ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ উত্তেজক ট্যাবলেট উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ উত্তেজক ট্যাবলেট উদ্ধার

রাজশাহী: রাজশাহী সীমান্ত থেকে অনাগ্রা নামের বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। 

মঙ্গলবার (০৪ এপ্রিল) দিনগত রাত একটার দিকে বিজিবি-১ ব্যাটালিয়নের চর মাজারদিয়া পোস্টের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে।  

পরে বুধবার (০৫ এপ্রিল) বিকেলে বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর রাজপাড়া থানাধীন বর্ডার পাড়া এলাকার সীমান্ত পিলার নম্বর ১৬৫/৩-এস (জিআর ৫৪৪৮৯৪ মানচিত্র ৭৮ডি/১১) এর কাছে টহল পরিচালনা করে ১৬ হাজার ৭শ' পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট অনাগ্রা-১০০ উদ্ধার করা হয়।  

ট্যাবলেটের আনুমানিক মূল্য ১০ লাখ দুই হাজার টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। উদ্ধার ট্যাবলেটগুলো ব্যাটালিয়নের স্টোরে জমা করা হয়েছে। পরে এগুলো ধ্বংস করা হবে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।